📢 ভর্তি বিজ্ঞপ্তি – দক্ষিণ সোনাকুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়

দক্ষিণ সোনাকুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে ভর্তি আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

📌 ভর্তির শ্রেণিসমূহ:

✔ ৬ষ্ঠ শ্রেণি
✔ ৭ম শ্রেণি
✔ ৮ম শ্রেণি
✔ ৯ম শ্রেণি (মানবিক ও বিজ্ঞান বিভাগ)
✔ ১০ম শ্রেণি (মানবিক ও বিজ্ঞান বিভাগ)

📌 ভর্তির যোগ্যতা:

✔ ৬ষ্ঠ শ্রেণিতে সরাসরি ভর্তি
✔ অন্যান্য শ্রেণিতে ভর্তির জন্য পূর্ববর্তী শ্রেণির সনদ ও নম্বরপত্র আবশ্যক
✔ ৯ম শ্রেণিতে বোর্ড নির্দেশনা অনুযায়ী বিভাগ নির্ধারণ

📌 ভর্তি আবেদন প্রক্রিয়া:

✔ ভর্তি ফরম বিদ্যালয়ের অফিস থেকে সংগ্রহ করা যাবে অথবা
আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে
✔ পূরণকৃত ফরম সরাসরি অফিসে জমা দিন বা ই-মেইল করুন info@dskghs.edu.bd

💰 ফি ও প্রয়োজনীয় কাগজপত্র:

  • ফরম মূল্য: ২০০ টাকা

  • ভর্তি ফি: ২০০০ টাকা

  • সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি

  • প্রযোজ্য ক্ষেত্রে সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি

  • অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি

  • ভর্তি ফি জমাদানের রসিদ

📍 যোগাযোগের ঠিকানা:

দক্ষিণ সোনাকুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়
গ্রাম: দক্ষিণ সোনা কুড়ি,
ইউনিয়ন: রানাচন্ডি,
উপজেলা: কিশোরগঞ্জ,
জেলা: নীলফামারী

📞 ফোন: ০১৭১৫৫০৭২৬৮
📧 ইমেইল: info@dskghs.edu.bd
🌐 ওয়েবসাইট: www.dskghs.edu.bd

⚠️ বিশেষ দ্রষ্টব্য:

👉 নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
👉 ভর্তি সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত বিদ্যালয় কর্তৃপক্ষের একমাত্র এখতিয়ারভুক্ত।

📖 দক্ষিণ সোনাকুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়
আলোকিত ভবিষ্যৎ গড়ি – মানসম্মত শিক্ষা ও নৈতিকতার পথে